তেলবাহী ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
- ০৫ জুন ২০২৫, ২২:৫৪
শেরপুর পৌর শহরের শেরপুর-শ্রীবরদী রোডে মোবারকপুর এলাকায় তেলবাহী ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বুধবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার মো. আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন-শেরপুর সদরের যোগিনীমুরা নামাপাড়ার ইলিয়াস উদ্দিন মেম্বারের ছেলে ইমরান মিয়া (২০) ও বেলাল হোসেন বেপারীর ছেলে আল আমিন (২১) আর একজন তৃতীয় লিঙ্গের ডিজে(২৭)।
স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার মো. আব্দুল কাদের জানান, রাত সাড়ে ৮টার দিকে ৬ জন আরোহী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা শেরপুর শহরে আসছিল। একইসময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে পাঠায় এবং আল আমীন ও তৃতীয় লিঙ্গের ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এর আগে আরও দুজন আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।