স্কুলছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও বানিয়ে ফেসবুকে প্রচারের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীর পলাশী এলাকা থেকে পর্নোগ্রাফি মামলার আসামি জুবায়েরকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৪ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে পলাশীর স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও বানিয়ে ফেসবুকে প্রচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর পলাশী এলাকা থেকে পর্নোগ্রাফি মামলার আসামি জুবায়েরকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৪ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে পলাশীর স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও বানিয়ে ফেসবুকে প্রচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। © সংগৃহীত

রাজধানীর পলাশী এলাকা থেকে পর্নোগ্রাফি মামলার আসামি জুবায়েরকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৪ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে পলাশীর স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও বানিয়ে ফেসবুকে প্রচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া জুবায়ের কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব জাজিরা পিইউ রিভার জাজিরা এলাকার মো. হোসেনের ছেলে।

র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে জুবায়ের একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্রীর ছবি সংগ্রহ করে। পরবর্তীতে তার চেহারা আপত্তিকর ছবি ও ভিডিওতে স্থাপন করে তার আত্মীয়-স্বজনদের কাছে পাঠায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানিয়েছে, মামলার পর তদন্তকারী কর্মকর্তা জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র পাঠান। তার ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আজ আসামিকে গ্রেপ্তার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রকৌশলী বিশ্ববিদ্যালয় মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।