কুবিতে ঈদের প্রধান জামাত সকাল ৭টায়
- ০৭ জুন ২০২৫, ১৪:৪৯
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ৭টায়। মঙ্গলবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ও পেশ ইমামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণের জন্য জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা। নামাজে অংশ নিতে সবাইকে সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে ঈদুল আযহা উপলক্ষে বিজয়-২৪ হল প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য রাতে বিশেষ খাবারের ব্যবস্থা করার উদে্যাগ নিয়েছে। অন্যদিকে ক্যাম্পাসের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে কোরবানির আয়োজন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।