হাটে নজর কাড়ছে ‘ঘূর্ণিঝড় ফনি’, ১০ লাখ টাকায় বিক্রির প্রত্যাশা

ফ্রিজিয়ান জাতের গরু ‘ঘূর্ণিঝড় ফনি’
ফ্রিজিয়ান জাতের গরু ‘ঘূর্ণিঝড় ফনি’ © টিডিসি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক পশুর হাটে এবার সবার নজর কাড়ছে ‘ঘূর্ণিঝড় ফনি’ নামের এক বিশাল আকৃতির গরু। ২০১৯ সালে হওয়া ঘূর্ণিঝড়ের নামানুসারে এই ফ্রিজিয়ান জাতের গরুটির নাম রাখা হয়েছে ‘ফনি’। কোরবানির হাটে বিক্রির জন্য মালিক আবদুল সালাম ব্যাপারী গরুটির দাম হাঁকছেন ১০ লাখ টাকা।

সরেজমিনে মইজ্জ্যারটেক পশুর হাটে গিয়ে দেখা যায়, ফ্রিজিয়ান জাতের এই গরুটির ওজন প্রায় ৩৫ মণ। দৈর্ঘ্য ১২ ফুট, উচ্চতা ৬ ফুট। বদনজর থেকে বাঁচাতে কপালে দেওয়া হয়েছে কালো টিপও। হাটে তুলতেই গরুটিকে ঘিরে উৎসুক মানুষের ভিড়। অনেকেই ছবি তুলছেন, কেউ কেউ ভিডিও করছেন। যদিও এখনও কোনো নিশ্চিত ক্রেতা আসেনি, তবে মালিক আশাবাদী—ঈদের আগেই কাঙ্ক্ষিত দামে বিক্রি হবে ফনি। 

গরুর মালিক আবদুল সালাম জানান, দীর্ঘ ছয় বছর ধরে সন্তানের মতো করে গরুটিকে লালন-পালন করছেন তিনি। প্রতিদিন ৭০ কেজি খাবার খাওয়ানো হয়, তবে গরমের কারণে বর্তমানে খাবার কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। সবসময় ফ্যানের নিচে রাখা হয়, রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে দেওয়া হয়, নিয়মিত গোসল করানো হয়। রাজকীয় যত্নেই বড় করা হয়েছে ফনিকে।

উল্লেখ্য, পশুর হাটে এখনও ক্রেতা তুলনামূলক কম। ১ লাখ টাকায় ৫ হাজার টাকার হাসিল আদায়ে কিছুটা হতাশ ব্যাপারীরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ক্রেতা পাচ্ছেন না।