চাঁদপুরে বাংলা নববর্ষ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ০৫ জুন ২০২৫, ২২:৫৪
চাঁদপুর সদর উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ এবং চৈত্রসংক্রান্তি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত।
আরও পড়ুন : একটি পদে বদলির জন্য এক কোটি টাকা অফার পেয়েছিলাম: শিক্ষা উপদেষ্টা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চন্দ্র দাস।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দিয়ে তাঁদের সৃজনশীল চর্চাকে উৎসাহিত করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, বাংলা নববর্ষের চেতনা ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করতেই এই আয়োজন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সৃজনশীলতা এবারের আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
এই আয়োজনকে ঘিরে বিদ্যালয়গুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং তা শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।