আইপিএলের ফাইনাল শেষে কে কত টাকা পুরস্কার পেলেন

আইপিএল শিরোপার স্বাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
আইপিএল শিরোপার স্বাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু © সংগৃহীত

আঠারো বছরের দীর্ঘ অপেক্ষা। অনেক হতাশা, অনেক সমালোচনা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপার স্বাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাস গড়ল বেঙ্গালুরু, যেখানে তারা ৬ রানে হারাল পাঞ্জাব কিংসকে।

এবার আইপিএলে মোট প্রাইজমানি ৪৭ কোটি রুপির কিছু বেশি। শীর্ষ চার দল ও ব্যক্তিগত পুরস্কারের খাতে এই অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। ফাইনালে জয়ী দল চ্যাম্পিয়ন হওয়ার প্রাইজমানি হিসেবে পেয়েছে ২০ কোটি রুপি। রানার্সআপ দল পেয়েছে ১৩ কোটি রুপি।

চলুন, দেখে নেওয়া যাক আইপিএল ২০২৫-এ কে পেলেন কোন পুরস্কার

ব্যক্তিগত পুরস্কার- অরেঞ্জ ক্যাপ: সাই সুদর্শন (গুজরাট টাইটান্স)– ৭৫৯ রান (১০ লাখ রুপি); পার্পল ক্যাপ: প্রসিদ্ধ কৃষ্ণ (গুজরাট টাইটান্স)– ২৫ উইকেট (১০ লাখ রুপি); মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (সেরা খেলোয়াড়): সূর্যকুমার যাদব (মুম্বই ইন্ডিয়ান্স) (১৫ লাখ রুপি); ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: সাই সুদর্শন (গুজরাট টাইটান্স) (১০ লাখ রুপি); সুপার স্ট্রাইকার অব দ্য সিজন: বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস) (১০ লাখ রুপি) ও ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য সিজন: সাই সুদর্শন (১০ লাখ রুপি)।

এছাড়াও ফ্যান্টাসি কিং প্লেয়ার: সাই সুদর্শন (১০ লাখ রুপি); সর্বাধিক ছক্কা: নিকোলাস পুরান (লখনৌ সুপার জায়ান্টস)– ৪০টি ছয় (১০ লাখ রুপি); সর্বাধিক চার: সাই সুদর্শন– ৮৮টি চার (১০ লাখ রুপি) ও সেরা ক্যাচ: কামিন্দু মেন্ডিস (সানরাইজার্স) (১০ লাখ রুপি)। 

অন্যান্য পুরস্কার- সেরা স্টেডিয়াম: অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি (৫০ লাখ রুপি); ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: চেন্নাই সুপার কিংস ও ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ: ক্রুণাল পাণ্ডিয়া (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)