আইপিএল শিরোপার স্বাদ পেল বেঙ্গালুরু, বিরাট কোহলির স্বপ্নপূরণ
- ১২ জুন ২০২৫, ১৯:৫০
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটল। অবশেষে আইপিএলের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। প্রথমবারের মতো ট্রফি উঠল বিরাট কোহলির দলের হাতে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এক রোমাঞ্চকর ফাইনালে বেঙ্গালুরু ৬ রানে হারায় পাঞ্জাব কিংসকে। প্রথমে ব্যাট করে আরসিবি তোলে ১৯০ রান। জবাবে পাঞ্জাব গুটিয়ে যায় ১৮৪ রানে।
পাঞ্জাবের হয়ে একমাত্র শশাঙ্ক সিং কিছুটা প্রতিরোধ গড়েন। মাত্র ৩০ বলে খেলেন ৬১ রানের ঝড়ো ইনিংস। তবে অন্য প্রান্তে কেউই দাঁড়াতে পারেননি।
এর আগে বেঙ্গালুরুর ইনিংসে সর্বোচ্চ ৪৩ রান আসে কোহলির ব্যাট থেকে। ৩৫ বলের ইনিংসটি ছিল ধীরগতির হলেও দলের ভিত গড়েন তিনি। বাকিরা ছোট ছোট অবদান রাখলেও দলীয় চেষ্টায় বড় স্কোর গড়ে বেঙ্গালুরু।
ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে ওঠেন ক্রুণাল পান্ডিয়া। বল হাতে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন মূল্যবান ২ উইকেট। পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার চাপ সামলাতে না পেরে ব্যর্থ হন, ফলে পরপর দুই দলের হয়ে শিরোপা জয়ের বিরল রেকর্ড হাতছাড়া হয় তার।
৯০ হাজার দর্শকে ঠাসা স্টেডিয়ামজুড়ে গর্জে ওঠে ‘আরসিবি’ ধ্বনি। আর দীর্ঘ অপেক্ষার অবসানে চোখের কোণে জল নিয়েই শিরোপা উল্লাসে মেতে ওঠেন বিরাট কোহলি। এই জয়ে আইপিএলের ইতিহাসে আরসিবির নামও যুক্ত হলো শিরোপাজয়ীদের তালিকায়—সঙ্গে কোহলির নামের পাশে যুক্ত হলো বহু প্রতীক্ষিত সেই মুকুট।