রাজশাহীতে গরুর হাটে ভিড়, কাপড়ের দোকানে ক্রেতা নেই
- ০৩ জুন ২০২৫, ১৮:১৬
ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীতে ক্রেতার ভিড় আর দর-কষাকষিতে মুখর গরুর বাজার। অন্যদিকে ভিন্ন চিত্র জামাকাপড়ের দোকানে। সেখানে ক্রেতার দেখা নেই, বিক্রির আশায় বসে আছেন বিক্রেতা।
নিউমার্কেট, আরডিএ মার্কেট, সাহেববাজার, কোর্ট মার্কেটের জামা-কাপড়ের দোকানগুলো ঘুরে দেখা যায়, বিক্রির আশায় বসে থাকা বিক্রেতাদের হতাশ মুখ। তেমন ক্রেতা না থাকায় দোকানদাররা বসে আছেন।
নিউমার্কেটের পোশাক বিক্রেতা হাসান বলেন, ‘তিন দিন দোকানে বসে আছি, দু-একটা জামা বিক্রি হয়েছে। এভাবে বিক্রি হলে দোকানে বসে লাভ হবে না। বাসায় যেয়ে অন্য কাজ করতে হবে। প্রতিদিন দোকান খুলে বসি, কিন্তু ক্রেতা আসেই না। ঈদের বাজারে এমন চিত্র আগে কখনো দেখিনি। গরুর বাজারে সবাই ভিড় করছে, এখানে যেন কেউ আসার কথা ভুলেই গেছে!’
আরডিএ মার্কেটের দোকানদার জাবিরুল ইসলাম বললেন, ‘এত খরচ করে দোকান সাজিয়েছি, নতুন মাল তুলেছি, কিন্তু বিক্রি তো হচ্ছে না কিছুই। একেকটা দিন কাটে যেন বোঝা টেনে। ঈদ যদি এমন যায়, এতটা খরচ করে যেসব মাল নিয়ে এসেছি। এখন সেগুলোই গলা কাঁটা হয়ে দাঁড়াবে।’
কোর্ট মার্কেটের বিক্রেতা মানিক হোসেন বলেন, ‘মাঝারি দামের শার্ট-পাঞ্জাবি রেখেছি ৪৫০-৭৫০ টাকার মধ্যে। আগে ঈদের আগে এ সময় একেকটা দিনে ২০-৩০টা বিক্রি হতো, এখন হয় ৩-৪টা। এত কম বিক্রি হলে কী দিয়ে দোকান ভাড়া দিব, কর্মচারীর বেতন দেব কীভাবে সেটাই ভাবছি।’
জামা কাপড় কিনতে আসা মাহতাব বলেন, ‘ছেলেমেয়ের জন্য পোশাক কেনা চাইছিলাম, কিন্তু গরুর দাম আর চাল-তেল সব মিলে এমন এক পরিস্থিতি এবার জামার জায়গায় নতুন টুপি আর পুরনো পাঞ্জাবি দিয়েই এই ঈদ চালিয়ে নেব।’
নিউমার্কেটে পোশাক কিনতে আসা সরকারি কর্মকর্তা রফিক ইসলাম বলেন, ‘সরকারিভাবে যে টাকা পায় সে টাকা দিয়ে ভেবেছিলাম এবার ঈদটা অনেক সুন্দর কাটাবো তবে সবকিছুই দাম বেশি এবার কোরবানিয়ে দিচ্ছি একটু কোরবানিতে বেশি খরচ হয়ে গেছে। ফলে ছেলেমেয়েদের এবার ঈদে জামা কাপড় কিনে দিতে পারছি না।’
এদিকে গরুর হাটে ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। এবার কোরবানির পশুর দাম তুলনামূলক কিছুটা কম।