ঈদের ছুটিতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন
- ১০ জুন ২০২৫, ১৮:১৪
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মধ্য দিয়ে বেশিরভাগ দেশেই ক্লাব ফুটবলের পর্দা নেমেছে। ক্লাবে দায়িত্ব শেষে চলতি মাসেই ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নামবে আমেরিকান দেশগুলো। এছাড়া ইউরোপসহ অন্য মহাদেশীয় দেশগুলো ফিফার জুন উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবে। উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল এবং ফাইনালও একই সময়ে মাঠে গড়াচ্ছে। ফলে, এই মুহূর্তে নিজ নিজ দেশের জার্সিতে ব্যস্ত হয়ে পড়বেন খেলোয়াড়রা।
এদিকে এএফসি বাছাইয়ের ম্যাচ ঘিরে ব্যস্ত বাংলাদেশও। আগামী বুধবার (৪ জুন) ভুটানের সঙ্গে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ এবং ১০ জুন এএফসি বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজেরা। দুটি ম্যাচই জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর একই সময়ে ঈদের ছুটি। ফলে, ব্যস্ততাকে দূরে সরিয়ে এই দুটি ম্যাচকে ঘিরেই দিনের সূচি সাজাবেন ক্রীড়াপ্রেমীরা।
অন্যদিকে বাংলাদেশে ঈদের ছুটি চলাকালেই মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ইতোমধ্যেই আগামী বিশ্বমঞ্চের আসরে ‘লে আলবিসেলেস্তা’দের জায়গা পাকাপোক্ত হলেও টিকিট নিশ্চিত করতে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এবার ভিন্ন পরিকল্পনায় নতুন করে চমক দেখানোর অপেক্ষায় সেলেসাওরা। বেশ জলঘোলা করেই কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে তারা। আর ইতালিয়ান এই টেকটেশিয়ানও সেলেসাওদের ডাগআউটে রোমাঞ্চ ছড়ানোর প্রত্যয় নিয়েই প্রহর গুনছেন।
আগামী শুক্রবার (৬ জুন) বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। ক্লাব পর্যায়ের অন্যতম সেরা আর একগাদা রেকর্ডে টইটুম্বর এই মাইন্ডমাস্টারের অধীনে এটিই সেলেসাওদের প্রথম ম্যাচ। এছাড়া ১১ জুন সকাল ৬টা ৪৫ মিনিটে ঘরের মাঠে প্যারাগুয়েকে আতিথ্য দেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সেলেসাওদের মতই অ্যাওয়ে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বাছাইপর্বে টেবিলের একদম তলানির দল চিলির বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এছাড়া ১১ জুন ব্রাজিলের আগেই মাঠে নামছে লিওনেল মেসির দল। এদিন বাংলাদেশ সময় সকাল ৬টায় কলম্বিয়ার মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা।
কনমেবল অঞ্চলে বাছাইয়ে বর্তমানে আর্জেন্টিনা শীর্ষে। অন্যদিকে চতুর্থস্থানে ব্রাজিল । এখান থেকেই শীর্ষ ৬ দল সরাসরি আসন্ন বিশ্বমঞ্চে জায়গা করে নেবে।