১৭তম নিবন্ধনে উত্তীর্ণদের এনটিআরসিএ কার্যালয় অবরোধ
- ০৪ জুন ২০২৫, ১৭:৩১
শিক্ষক পদে নিয়োগ সুপারিশের দাবিতে এনটিআরসিএ অফিস ঘেরাও করেছেন ১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও বঞ্চিত প্রার্থীরা। মঙ্গলবার (৩ জুন) সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় ঘেরাও করেন তারা। এসময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে দীর্ঘদিন বন্ধ থাকে এ নিবন্ধনের কার্যক্রম। পরবর্তীতে প্রিলি, রিটেন এবং ভাইভা শেষ করে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ১৭তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
ভুক্তভোগী নিবন্ধনধারীদের অভিযোগ, এক বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে চার বছর লেগেছে। এর ফলে তাদের অনেকের বয়স শেষ হয়ে গেছে। বিষয়টি নিয়ে হাইকোর্টের রায় রয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরও তাদের আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না। সে জন্য আজ তারা এনটিআরসিএর কার্যালয় অবরোধ করেছেন।