যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

গ্যাস
গ্যাস © ফাইল ফটো

আজ মঙ্গলবার (৩ জুন) দেশের কিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সোমবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত টঙ্গী বিসিক, পাগাড়, মরকুন, শিলমুন, মাজুখান বাজার, আরিচপুর, গোপালপুর এবং তালটিয়া বাজার এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস আরও জানিয়েছে, নির্ধারিত এলাকাগুলোর আশপাশেও গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।