ঐতিহাসিক গরুর হাট ফের শুরু — ক্রেতা-বিক্রেতার ঢল

মাধবদীর ঐতিহাসিক গরুর হাট শুরু
মাধবদীর ঐতিহাসিক গরুর হাট শুরু © টিডিসি ফটো

একযুগ পর আবারও প্রাণ ফিরে পেল মাধবদীর ঐতিহাসিক গরুর হাট। সোমবার সকাল থেকেই হাটে ভিড় জমাতে থাকেন ক্রেতা ও বিক্রেতারা। দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন উদ্যমে শুরু হওয়া এই হাট যেন প্রাণের স্পন্দন নিয়ে ফিরে এসেছে।

নরসিংদী জেলার মাধবদীর ঐতিহাসিক গরুর হাট সোমবার (২ জুন) থেকে আবারও শুরু হয়েছে।

হাটের আয়োজক ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে পুরনো ঐতিহ্যকে ঘিরে ব্যাপক প্রস্তুতির মাধ্যমে শুরু হয় এই গরুর হাট। সকাল থেকেই হাট চত্বরে ছিল উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে আসা গরু ব্যবসায়ীরা তাদের সেরা গরুগুলো নিয়ে হাজির হন, আর হাটজুড়ে শুরু হয় দরকষাকষি।

এক বিক্রেতা জানান, `অনেকদিন পর এমন বড় পরিসরে হাট বসেছে। আশাবাদী ভালো বিক্রি হবে।‘

আরও পড়ুন: অশুভ চক্রের এজেন্ডা বাস্তবায়নে ডাকসু নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে: ঢাবি শিবির সভাপতি

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং যানবাহন ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাট চলবে প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে এবং এটি ঘিরে আশপাশের এলাকাতেও অর্থনৈতিক গতিশীলতা বাড়ার আশা করছেন সবাই।

হাটকে ঘিরে এলাকাবাসীর মাঝে বইছে উৎসবের আমেজ। অনেকেই বলছেন, এটি শুধু একটি হাট নয়, বরং মাধবদীর সংস্কৃতি ও ঐতিহ্যের এক গর্বিত অংশ।