১৫ জুনের মধ্যে জবির দুই হল খালি করার নির্দেশ প্রশাসনের

জবি লোগো
জবি লোগো © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিত্যক্ত দুটি হল—বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলে বসবাসরত কর্মচারীদের জায়গা খালি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুইটি নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। অফিস আগামী ১৫ জুনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেয়া হয়েছে। 

নোটিশে বলা হয়েছে, উল্লিখিত ভবন দুটিতে শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। সেক্ষেত্রে নির্মাণ কাজ নিশ্চিত করতে এসব ভবনে অবস্থানরত কর্মচারীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হল।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এসব ভবনের স্থানে শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসিক হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আসন্ন ঈদুল আজহার ছুটির পরপরই হল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দুইটি হলের স্থলে অস্থায়ী দুইটি হল নির্মাণের সিদ্ধান্ত নেয়। 

নোটিশ ইস্যুকারী রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা মো. শহীদুল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দেখুন আমি রেজিস্ট্রার স্যারের আদেশে নোটিশ পাঠিয়েছি। ঈদের পরে হলের স্থানে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে। সেখানে পাইলিংয়ের কাজ চালু হবে ঈদের পরপরই। তখন তো তাদেরকে এমনিতেও হল ছেড়ে দিতে হবে। আর তারা সেখানে থাকছে আন অফিশিয়ালি। বিশ্ববিদ্যালয়ের তাদের থাকার ব্যবস্থা করেছি। তারা সেখানে আছে দীর্ঘদিন ধরে। প্রশাসন তাদের সেখানে থাকায় বাধা দেয়নি কারণ কেউ না থাকলে জায়গা বেদখল হওয়ার সুযোগ ছিল। 

তিনি আরও বলেন, ‘যদি নির্দিষ্ট কোন সময় না বেধে দেয়া হতো তাহলে তারা পরে বলবে আমাদের আগে জানানো হয়নি। যার কারণে নির্দিষ্ট সময় বেধে দেয়া হয়েছে হল ছাড়ার জন্য। যাতে তার সময় নিয়ে হল ত্যাগ করতে পারে। তবে মানবিক দিক বিবেচনা করে তাদের জন্য হয়ত ৫ দিন বাড়ানো হতে পারে কাজ শুরু হলে। সেটা উপাচার্য স্যার যদি তাদের অনুমতি দেন তো।’