বৃষ্টিতে আনোয়ারায় জলাবদ্ধতা, দুর্ভোগে শতশত মানুষ

বৃষ্টিতে আনোয়ারায় জলাবদ্ধতা
বৃষ্টিতে আনোয়ারায় জলাবদ্ধতা © টিডিসি ফটো

এক পসলা বৃষ্টিতেই হাঁটু পানি জমে যাচ্ছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডাকবাংলো এলাকার প্রধান সড়কে। অপরিকল্পিত নগরায়ন, নাজুক ড্রেনেজ ব্যবস্থা এবং বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে থাকা রাস্তাটি জনদুর্ভোগে রূপ নিয়েছে। খানাখন্দে ভরা সড়কটি সামান্য বৃষ্টিতেই রূপ নেয় জলাবদ্ধ জলাশয়ে। যার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শত শত মানুষকে। স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী নারী-পুরুষ, সবাই বাধ্য হচ্ছেন দুর্বিষহ যাত্রা করতে।

সরেজমিনে দেখা গেছে, ডাকবাংলো সংলগ্ন গুরুত্বপূর্ণ এই সড়কের দুই পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বহুতল ভবন ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে বৃষ্টির পানি ঘণ্টার পর ঘণ্টা জমে থাকে। জলাবদ্ধতার পাশাপাশি রাস্তার বিভিন্ন অংশে গজিয়ে ওঠা গর্তে প্রায়ই হোঁচট খাচ্ছেন পথচারীরা। যানবাহন চলাচল ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে।

স্থানীয় ব্যবসায়ী মো. মোজাম্মেল বলেন, এই রাস্তাটাই আমাদের উপজেলা কার্যালয়, হাসপাতাল, স্কুল-কলেজ ও বাজারে যাওয়ার প্রধান পথ। আধা ঘণ্টার বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। রোগী নিয়ে চলা তো একরকম অসম্ভব হয়ে পড়ে।

আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাবেয়া জান্নাত জানায়, প্রতিদিন জুতা হাতে নিয়ে স্কুলে যেতে হয়। রাস্তায় হাঁটতে ভয় লাগে, কখন যে গর্তে পা পড়ে বিপদ হয় কে জানে।

আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে সব রাজনৈতিক দল : সালাহউদ্দিন আহমেদ

একই এলাকার গৃহবধূ শারমিন আক্তার বলেন, সন্ধ্যার পর বাচ্চাদের নিয়ে এই রাস্তায় বের হওয়া একেবারেই দুঃসাধ্য। চারদিকে পানি, আবার কোথায় গর্ত—কিছুই বোঝা যায় না।

জানা গেছে, সড়কটির উপজেলা গেটসংলগ্ন কিছু অংশে আরসিসি ঢালাই করা হলেও অধিকাংশ জায়গায় বছরের পর বছর ধরে কোনো সংস্কার কাজ হয়নি। খাসখামা, ডুমুরিয়া, কৈখাইনসহ আশপাশের গ্রামের শত শত মানুষ প্রতিদিন এই পথেই যাতায়াত করেন। বর্ষা এলেই সড়কটি রূপ নেয় এক ভয়াবহ ফাঁদে।

এলজিইডি’র আনোয়ারা উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল আলম চৌধুরী জানান, সড়কটি পুনর্নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। দ্রুত বরাদ্দ পেলে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পুরো সড়কটি টেকসইভাবে সংস্কার করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ডাকবাংলো এলাকার সড়কের বেহাল অবস্থার বিষয়ে আমরা অবগত। এলজিইডির সঙ্গে কথা হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

স্থানীয়দের দাবি, বারবার সাময়িক মেরামতের আশ্বাস নয়, এবার চাই স্থায়ী সমাধান। তারা মনে করছেন, পরিকল্পিত নগর উন্নয়ন, টেকসই নির্মাণ এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থাই হতে পারে এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির একমাত্র উপায়।