আরও সহজ হলো এনটিআরসিএর পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া

শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো
শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করতে এ পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে।

গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পূর্বে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে এনটিআরসিএতে জমা দিতে হত। তবে নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে ফরম পূরণের পর এটি টেলিটকের মাধ্যমে সরাসরি এসবির কাছে চলে যাবে। পরবর্তীতে এসবি ভেরিফিকেশন সম্পন্ন করে প্রতিবেদন জমা দেবে।’

এ পরিবর্তনের কারণ জানতে চাইলে মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরও জানান, পুলিশ ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করতে অনেক সময় লেগে যায়। এ সময় কমিয়ে আনতেই মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ ভেরিফিকেশন ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে না

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রস্তাব করেছিল এনটিআরসিএ। তবে এ প্রস্তাবে সম্মতি দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে গতকাল রোববারের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হচ্ছে না। আগের মতোই এনটিআরসিএর মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে।’