স্থগিত এশিয়া কাপ
- ১২ জুন ২০২৫, ১৭:৫১
চলতি মাসেই মাঠে গড়ানোর কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ। তবে আচমকা এই টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। মূলত আবহাওয়া ও স্বাস্থ্যজনিত উদ্বেগ ইস্যুতে টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে না বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এসিসির বিবৃতিতে বলা হয়, '৬ জুন থেকে নারী ইমার্জিং এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের সূচি পুনঃনির্ধারণ করবে। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি ডি সিলভা এসিসির কাছে চিঠি লিখেছেন এবং সেটার পরিপ্রেক্ষিতেই টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়ায় এবং বিভিন্ন প্রদেশে চিকুনগুনিয়ার প্রভাব ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।'
আগামী ৬ জুন শ্রীলঙ্কার মাটিতে এবারের নারী ইমার্জিং এশিয়া কাপের পর্দা ওঠার কথা ছিল। তবে সে সময়ে দেশটিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ নিয়ে এক বিবৃতিতে শ্রীলঙ্কার আবহওয়ায় বিভাগ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী হওয়ার দেশের বিভিন্ন প্রদেশে প্রচুর বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে প্রায় ১৪ বছর পর শ্রীলঙ্কায় চিকুনগুনিয়া দেখা দিয়েছে। আর ২০২৪ সালের শেষদিকে ভাইরাসজনিত জ্বরের প্রভাবও দেখা যায়। ২০২৫ সালের মে মাসের প্রতিবেদনেও চিকুনগুনিয়ার উপস্থিতি পাওয়া গেছে।
এসব কারণ উল্লেখ করে এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি বরাবর চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) চেয়ারম্যান শাম্মি ডি সিলভা। যেখানে পুরো বিষয়টি বিস্তারিত জানান তিনি। ফলে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয় এসিসি।