ঈদের দিন কুবি ছাত্রশিবিরের ‘মধ্যাহ্নভোজ’ আয়োজন, সব ধর্মাবলম্বীদের জন্য উন্মুক্ত
- ০৪ জুন ২০২৫, ১৩:০৮
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থানরত শিক্ষার্থীদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ‘মধ্যাহ্নভোজ’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
এই আয়োজন শুধু মুসলিম শিক্ষার্থীদের জন্যই নয়, বরং ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও এতে বিশেষ ব্যবস্থা থাকবে বলে সোমবার (২জুন) দুপুরে নিশ্চিত করেছেন ইসলামী ছাত্রশিবির কুবি শাখার সভাপতি ইউসুফ ইসলাহী।
এ বিষয়ে ইসলামী ছাত্রশিবির কুবি শাখার সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, “আমাদের এই আয়োজন কেবল খাবার পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব, সহানুভূতি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে একটি আন্তরিক প্রয়াস। যারা ঈদে বাড়ি যেতে পারবে না, তাদের একাকীত্ব দূর করাই আমাদের মূল লক্ষ্য। সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই আয়োজনের মাধ্যমে আমরা কুবি ক্যাম্পাসে একটি সমন্বিত মানবিক পরিবেশ গড়ে তুলতে চাই।”