অষ্টম শ্রেণির বইয়ের দরপত্র আহ্বান ২৩ জুন
- ০৫ জুন ২০২৫, ০৬:২৮
২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) ৮ম শ্রেণি, দাখিল ৮ম শ্রেণি ও কারিগরি ৮ম শ্রেণির ১০০ টি লটের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের নিমিত্তে দরপত্র আহ্বান করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। রবিবার (১ জুন) এনসিটিবির সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকল দরপত্রদাতাদের অবহিত করা হচ্ছে যে, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক ই-জিপি পোর্টাল (www.eprocure.gov.bd) এর মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক শ্রেণী-৮ম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহ সংক্রান্ত নিম্নলিখিত দরপত্র প্রকাশিত হয়েছে।
১ জুন দরপত্র প্রকাশ করা হয়েছে, আর আগামী ২৩ জুন দুপুর ৪টায় দরপত্র আহ্বান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ছাড়াও টেন্ডার ডকুমেন্ট বিক্রয়ের শেষ সময় ২২ জুন ২০২৫।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহী দরদাতারা দরপত্রের বিস্তারিত তথ্য পেতে www.eprocure.gov.bd ওয়েবসাইটটি দেখতে পারেন। এটি একটি অনলাইন দরপত্র যেখানে জাতীয় ই-জিপি পোর্টালে শুধুমাত্র ই-টেন্ডার গ্রহণ করা হবে এবং কোনও অফলাইন/হার্ড কপি গ্রহণ করা হবে না। ই-টেন্ডার জমা দেওয়ার জন্য, আপনাকে www.eprocure.gov.bd ওয়েব পোর্টালটি দেখতে অনুরোধ করা হচ্ছে।