ঢাকা আলিয়ার দুই আবাসিক হলের নতুন প্রভোস্ট মাসুম বিল্লাহ
- ১৬ জুন ২০২৫, ১৫:১১
রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুই আবাসিক হলে প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাসুম বিল্লাহ। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আল্লামা কাশগরী রহ. ও মুফতি আমিমুল ইহসান হলের প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
প্রভোস্ট হিসেবে নিয়োগ পাওয়া মাসুম বিল্লাহ এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী। ২০০৩ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল এবং ২০০৫ সালে আলিম পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পাশাপাশি সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা থেকে ফাজিল স্নাতক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
আবাসিক জীবনেও তিনি ছিলেন সক্রিয় ও স্মরণীয় ছাত্র। তিনি আল্লামা কাশগরী হলের ১০৬ ও ১০৭ নম্বর কক্ষে আবাসিক ছিলেন এবং ২০০৮ সালে হল ত্যাগ করেন। ৩৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি নিজ প্রতিষ্ঠানেই শিক্ষকতা শুরু করেন।
আরও পড়ুন: সাম্যর ভাই সাগরের এনসিপিতে যোগদানের পক্ষে-বিপক্ষে যত মত
প্রথম কার্যদিবসে তিনি বলেন, ‘এ হল শুধু থাকার জায়গা নয়, বরং একটি প্রজ্ঞা ও পরিচর্যার কেন্দ্র। আমি চাই, ছাত্ররা যেন নিয়মিত লাইব্রেরিতে পড়াশোনায় মনোযোগী হয়, মাঠে খেলাধুলা করে শারীরিক সুস্থতা বজায় রাখে এবং হল আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখে। এটি শুধু দায়িত্ব নয়, বরং একজন দ্বীনদার শিক্ষার্থীর চরিত্রের প্রতিচ্ছবি।’
তিনি আরও বলেন, আবাসিক শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তিনি হলের ভেতরে শৃঙ্খলা, আলো-বাতাস, পাঠাগার ব্যবস্থাপনা ও আবাসিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিতে চান। তার পরিকল্পনার মধ্যে রয়েছে নিয়মিত হল ভিত্তিক পাঠচক্র, আলোচনা সভা, খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রম চালু করা।