ঢাবির প্রফ পরীক্ষায় প্রথম অর্ভিন আদিত্য না ফেরার দেশে
- ০২ জুন ২০২৫, ২০:৪৯
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ২১-২২ সেশনের অর্ভিন আদিত্য নামের এক শিক্ষার্থী মারা গেছেন। রবিবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কোভিড-পরবর্তী ফুসফুস জটিলতায় ভুগছিলেন অর্ভিন। তার এই অকাল মৃত্যুতে মেডিকেল শিক্ষার্থী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অর্ভিন প্রথম পেশাগত পরীক্ষার এনাটমি, ফিজিওলজি ও বায়োকেমেস্ট্রি—এই তিনটি বিষয়েই অনার্সসহ মেডিকেলের সর্বোচ্চ নম্বর অর্জন করেছিলেন। পরীক্ষায় তার গড় নম্বরের হার ছিল ৯৪ দশমিক ৭ শতাংশ। ঢাবি অধিভুক্ত ৫৪টি মেডিকেল কলেজের প্রায় ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি।
ঢাকা মেডিকেলের কে-৭৯ ব্যাচের এই মেধাবী শিক্ষার্থী ছিলেন ময়মনসিংহের সন্তান। ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সারাদেশের মেধা তালিকায় ৭৩তম স্থান অর্জন করেছিলেন অর্ভিন।
এর আগে তিনি ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি এবং আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন। এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে তিনি প্রথম স্থান অর্জন করেন।
অর্ভিন আদিত্যর মৃত্যুতে চিকিৎসা শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে সহপাঠী ও শিক্ষকেরা তাকে স্মরণ করছেন ‘অসাধারণ মেধাবী ও বিনয়ী’ এক ছাত্র হিসেবে।