এইচএসসি জীববিজ্ঞান পরীক্ষার প্রস্তুতি: কার্যকর পরামর্শ ও কৌশল

আতিকুর রহমান
আতিকুর রহমান © টিডিসি সম্পাদিত

এইচএসসিতে জীববিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ভালো ফলাফলের বড় একটি মাধ্যম হিসেবে বিবেচিত। এই বিষয়ের প্রস্তুতির জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, ধারাবাহিক অধ্যয়ন এবং পরীক্ষাভিত্তিক কৌশল অবলম্বন। জীববিজ্ঞানের দুটি অংশ। উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান। উভয়ক্ষেত্রেই পরীক্ষার মোট সময় তিন ঘণ্টা, যা দুইটি অংশে বিভক্ত—বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) ও সৃজনশীল প্রশ্ন (CQ)। প্রথম অংশে ২৫টি বহু নির্বাচনী প্রশ্ন থাকে, যার জন্য বরাদ্দ সময় মাত্র ২৫ মিনিট।

তাই এখানে সময় বাঁচাতে প্রথমে অপেক্ষাকৃত সহজ ও পরিচিত প্রশ্নগুলোর উত্তর দেওয়া বুদ্ধিমানের কাজ। সাধারণত সংজ্ঞা, শ্রেণিবিন্যাস, কোনটি বৃহত্তম বা ক্ষুদ্রতম, জীবপ্রক্রিয়ার কাজ ও প্রয়োগমূলক তথ্য ইত্যাদি থেকে প্রশ্ন আসে। এছাড়া অনেক সময় চিত্রের নিচে প্রশ্ন থাকতে পারে, তাই পাঠ্যবইয়ের সব চিহ্নিত চিত্র ভালোভাবে অনুশীলন করা প্রয়োজন। প্রতিটি অধ্যায় থেকে সাধারণত ৩ থেকে ৪টি প্রশ্ন আসে বলে প্রতিটি অধ্যায় গুরুত্ব দিয়ে পড়া উচিত। 

দ্বিতীয় অংশে থাকে সৃজনশীল প্রশ্ন বা CQ, যেখানে মোট ৮টি প্রশ্নের মধ্যে যেকোনো ৫টির উত্তর দিতে হয়। এই অংশের প্রশ্ন সাধারণত চারটি ভাগে বিভক্ত থাকে—জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক। জ্ঞানমূলক প্রশ্নে সংজ্ঞা, সাল, নাম, কী বোঝায় ইত্যাদি জানতে চাওয়া হয়। অনুধাবনমূলক প্রশ্নে কোনো বিষয় ব্যাখ্যা করতে হয় বা কারণ লিখতে হয়। প্রয়োগ ও উচ্চতর দক্ষতা অংশে দেওয়া হয় একটি উদ্দীপক, যার ভিত্তিতে কাঠামো বিশ্লেষণ ও ব্যাখ্যা করতে হয়। এই অংশে চিত্র অঙ্কন অত্যন্ত গুরুত্বপূর্ণ; চিত্রটি হতে হবে সাইন্টিফিক  এবং স্পষ্টভাবে লেবেল দিতে হবে। চিত্রের নিচে আবশ্যিকভাবে চিত্রের নাম লিখতে হবে। চিত্র আঁকতে 2H পেন্সিল ব্যবহার করলে রেখাগুলো পরিষ্কার থাকে এবং প্রেজেন্টেশন ভালো হয়। চিত্র লেখার আগে, পাশে বা পরে দেওয়া যেতে পারে তবে অবশ্যই প্রাসঙ্গিকভাবে যুক্ত থাকতে হবে।

উত্তরের গঠন হবে পয়েন্ট আকারে, যেখানে প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা পরিস্কারভাবে উপস্থাপন করতে হবে। প্রয়োগভিত্তিক প্রশ্নে কমপক্ষে ৩টি এবং উচ্চতর দক্ষতাভিত্তিক প্রশ্নে ৪টি বা তার বেশি পয়েন্ট লিখতে হবে। প্রথম পয়েন্ট সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই সেটির ব্যাখ্যা অবশ্যই দেওয়া উচিত। উত্তর লিখতে হবে অনুচ্ছেদ আকারে, কিন্তু প্রতিটি পয়েন্ট আলাদা করে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে যাতে শিক্ষক সহজেই মূল্যায়ন করতে পারেন। খাতায় কোনো কাটাকাটি না করে পরিষ্কার ও সুন্দর হাতে লেখা উত্তরের মান বৃদ্ধি করে। প্রতিটি CQ প্রশ্নে প্রায় ৩০ মিনিট সময় ব্যয় করার পরিকল্পনায় লেখা উচিত, যাতে সময়সীমার মধ্যে সব প্রশ্ন শেষ করা যায় এবং শেষে ৫ মিনিট সময় রেখে খাতা রিভিশন দেওয়া যায়।

এছাড়া অতিরিক্ত প্রস্তুতির জন্য বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নসমূহ ধরে ধরে অনুশীলন করলেই প্রশ্নের ধরন, উত্তর লেখার কাঠামো ও অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে বোঝা, চিত্র অনুশীলন এবং প্রয়োগভিত্তিক ব্যাখ্যা আত্মস্থ করা এই বিষয়ের সাফল্যের মূল চাবিকাঠি। মনে রাখতে হবে, কোনো শর্টকার্টে নয়, বরং নিয়মিত অধ্যয়ন, অনুশীলন এবং সৃজনশীল চিন্তাশক্তিই একজন শিক্ষার্থীকে জীববিজ্ঞান বিষয়ে আশানুরূপ ফলাফল অর্জনে সহায়তা করতে পারে।

লেখক:
আতিকুর রহমান, 
প্রভাষক(উদ্ভিদবিজ্ঞান), ৩৬ তম বিসিএস; 
শেরপুর সরকারি কলেজ, শেরপুর।