হাত দিয়ে গোল করে লালকার্ড পেলেন নেইমার

লালকার্ড পেলেন নেইমার
লালকার্ড পেলেন নেইমার © সংগৃহীত

চোট কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরেছেন নেইমার, তবে জাতীয় দলে ফিরতে এখনো অপেক্ষার প্রহর গুনছেন তিনি। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত সেলেসাওদের হলুদ জার্সি পরাতে নারাজ এই তারকাকে।

এমন সময়ে আবারও শিরোনামে নেইমার—তবে নেতিবাচকভাবে। ব্রাজিলিয়ান লিগের ১১তম রাউন্ডে এক অদ্ভুত ঘটনার কারণে লাল কার্ড দেখতে হয়েছে তাকে। ম্যাচের ৭৬ মিনিটে হাত দিয়ে গোল করার চেষ্টায় দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন তিনি, যা পরিণত হয় লাল কার্ডে। নেইমারের এই দুঃসময়ে সান্তোসকেও ভুগতে হয়; ম্যাচে তারা ১-০ গোলে হেরে যায় বোটাফোগোর কাছে।

মার্চের পর এই প্রথম সান্তোসের শুরুর একাদশে ছিলেন নেইমার। এর আগে কয়েকটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। তাই বোটাফোগোর বিপক্ষে ম্যাচটি ছিল তার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু ম্যাচটা শেষ হয় হতাশাজনকভাবে—একটি লাল কার্ড দিয়ে।

প্রথমার্ধের যোগ করা সময়ে একটি ফাউলের কারণে প্রথম হলুদ কার্ড পান নেইমার। এরপর দ্বিতীয়ার্ধে, গনজালো এস্কোবারের বক্সমুখী পাস থেকে বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর বল ঠেকিয়ে দেন। রিবাউন্ডে বলটি পেয়ে হাত দিয়েই জালে ঠেলে দেন নেইমার। নিয়মনুযায়ী, ইচ্ছাকৃত হ্যান্ডবলের জন্য তাকে দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড, যা সরাসরি লাল কার্ডে রূপ নেয়।

দশজনের সান্তোস এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের ৮৬ মিনিটে আর্তুর গিমারেসের একমাত্র গোলে জয় নিশ্চিত করে বোটাফোগো।

এই হারের ফলে সান্তোস নেমে গেছে ব্রাজিলিয়ান লিগের রেলিগেশন জোনে। ১১ ম্যাচ থেকে তাদের পয়েন্ট মাত্র ৮। বিপরীতে বোটাফোগো ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। শীর্ষে রয়েছে ফ্ল্যামেঙ্গো—১১ ম্যাচে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট।