হারিসের সেঞ্চুরিতে ধবলধোলাই বাংলাদেশ
- ১০ জুন ২০২৫, ২২:১০
পাকিস্তানের বিপক্ষে আরও একটি হতশ্রী পারফরম্যান্স! ফলাফল আরেকটি বড় পরাজয়। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নূন্যতম লড়াইও করতে পারল না বাংলাদেশ। এতে স্বাগতিকদের সঙ্গে ৭ উইকেটের বড় পরাজয়ে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ নিলো টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তান সফর মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হারল লিটন দাসের দল।
রোববার (১ জুন) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ৭ উইকেট ও ১৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান।শাহিবজাদা ফারহানকে ১ রানে থামান মিরাজ।
দ্বিতীয় উইকেটে ৫৩ বলে ৯২ রানের জুটিতে পাকিস্তানের রান ১'শতে নেন সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস। তবে দশম ওভারে সাইমকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার তানজিম। ২ চার ও ৪ ছক্কায় ২৯ বলে ৪৫ রান করেন সাইম।
চার নম্বরে নেমে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন হাসান নাওয়াজ৷ তবে এই টপ-অর্ডার ব্যাটার ফেরার পর পাকিস্তানকে জয়ের পথে রাখেন হারিস। ৪৫ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি।
হারিসের সেঞ্চুরির উপর ভর করে ১৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় পাকিস্তানের। ৮ চার ও ৭ ছক্কায় ৪৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন হারিস। অন্যপ্রান্তে অপরাজিত ১৫ রান করেন অধিনায়ক সালমান আগা।
বাংলাদেশের পক্ষে মিরাজ দুটি ও তানজিম একটি করে উইকেট নেন।
এর আগে, ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৬৪ বলে ১১০ রান যোগ করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন। ৩টি করে চার-ছক্কায় তানজিদ ৩২ বলে ৪২ রানে আউট হলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন পারভেজ। শেষ পর্যন্ত ৭ চার ও ৪ ছক্কায় ৩৪ বলে ৬৬ রানে আউট হন পারভেজ।
দলীয় ১১৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক লিটন দাসের ২২, তাওহীদ হৃদয়ের ২৫, জাকের আলির ১৫ ও তানজিম হাসানের ৮ রানের সুবাদে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে হাসান আলি ও আব্বাস আফ্রিদি দুটি করে উইকেট নেন।