৫ কোটি টাকার মাদক ধ্বংস করল কোস্টগার্ড

মাদক ধ্বংস করল কোস্টগার্ড
মাদক ধ্বংস করল কোস্টগার্ড © সংগৃহীত

ভোলায় যৌথ অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার (১ জুন) সকাল ১০টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বেইস ভোলার একটি পরিত্যক্ত স্থানে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তনের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ সম্মেলনে জানান,
গত ২৬ ফেব্রুয়ারি ভোরে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোন ও র‌্যাব যৌথভাবে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের পাশের ঝাউবনে অভিযান চালায়। এ সময় অভিনব কৌশলে ফিশিং ট্রলারে করে পাচারের সময় জালের মধ্যে লুকানো ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কলাপাড়া থানায় একটি মামলা করা হয়। আদালতের নির্দেশনায় জব্দকৃত ইয়াবার মধ্যে ২০ পিস নমুনা হিসেবে থানায় জমা দেওয়া হয়।

পরে, গত ২৬ মার্চ, বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক বরিশাল বন্দর থানার কীর্তনখোলা নদীসংলগ্ন কায়াচর এলাকা থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

আদালতের নির্দেশনা অনুযায়ী রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে ৯৯,৯৮০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা ধ্বংস করা হয়। ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক।

বাংলাদেশ কোস্টগার্ড জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে তাদের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমুদ্র ও নদীপথে মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।