জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী

ছাত্রদলের উদ্যোগে ঢাবির হলে কোরআন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

কোরআন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
কোরআন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি © সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন আবাসিক হলে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ রবিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের মসজিদের পাঠাগারে কোরআন শরিফ বিতরণ করা হয়। একইসঙ্গে মুক্তিযোদ্ধা  জিয়াউর রহমান হলে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এই আয়োজনের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ১৩টি আবাসিক হলের মসজিদের পাঠাগারে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়, যার মধ্যে একটি ছাত্রী হলও রয়েছে। পাশাপাশি, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুক্তিযোদ্ধা  জিয়াউর রহমান  হলে বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচি সম্পর্কে ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম কাজল বলেন, “ছাত্রসমাজ শুধু জ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হলে তবেই একটি জাতি এগিয়ে যেতে পারে। পবিত্র কোরআন বিতরণের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক চেতনা জাগাতে চেয়েছি। পাশাপাশি, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ববোধ তুলে ধরেছি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় ধর্মীয় দিক ও পরিবেশের প্রতি যত্নবান ছিলেন, আমরা তার সেই দর্শনকেই ধারণ করছি।”

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদল নেতা জারিফ রহমান (তথ্য ও গবেষণা সম্পাদক), রুবেল পারভেজ (সহ-সাধারণ সম্পাদক), সাগর (ছাত্রদল নেতা), ওমর ফারুক (সহ-সাংগঠনিক সম্পাদক), আব্দুর রউফ (সদস্য), সামির সাদিক (জিয়া হল ছাত্রদল নেতা), রবিন বিজয় (একাত্তর হল), জাকি তাজওয়ার (এফ. আর. হল), ও সিফাত (শহীদুল্লাহ হল) সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা।