সীমান্তে বাংলাদেশিকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ
- ০১ জুন ২০২৫, ১৭:৪৪
মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রদীপ বৈদ্য নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাকে হত্যার পর মরদেহ নিয়ে গেছে বিএসএফ। শনিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত প্রদীপ বৈদ্য কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম।
জয়নুল ইসলাম জানান, প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতো। তাকে সীমান্তের কাটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়। রাতে আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি।
তিনি জানান, বর্তমানে প্রদীপের পরিবারের সদস্য নিয়ে তিনি কুলাউড়া থানায় আছেন। ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ঘটনাটি তারা লোক লোকমুখে শুনেছেন। তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিং এর অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও তাদের কিছু জানানো হয়নি।