ব্যাঙ শিকার করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে জিম্মি ৫ পাহাড়ি, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
- ০১ জুন ২০২৫, ১৭:৪৪
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় ব্যাঙ শিকার করতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের হাটে অপহরণের শিকার হয়েছেন পাঁচ পাহাড়ি যুবক। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার (৩১ মে) সন্ত্রাসীরা ভিকটিমদের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি না মানলে হত্যার হুমকিও দেয় তারা।
অপহরণের শিকার হওয়া পাঁচ পাহাড়ি যুবক হলেন, পাইসুইচিং মারমা, মংক্যউ মারমা, উসিংমং মারমা, থুইসামং মারমা ও চসিং মারমা।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচ পাহাড়ি যুবক চন্দ্রঘোনা থানার আমতলী পাড়া এলাকা থেকে বৃষ্টির পানিতে ব্যাঙ শিকারের উদ্দেশ্যে বের হন। রাতে আনুমানিক সাড়ে ১১টায় দক্ষিণ রাঙ্গুনিয়ার লালারখিল এলাকায় পৌঁছালে ৫–৬ জন অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসী তাদের আটক করে গহিন পাহাড়ে নিয়ে যায় এবং গাছের সঙ্গে বেঁধে রাখে। পরদিন সকাল ৯টার দিকে অপহরণকারীরা ভিকটিমদের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি না মানলে হত্যার হুমকিও দেয় তারা।
পুলিশ আরও জানায়, পরিবার সদস্যরা নিখোঁজদের খোঁজ করতে গিয়ে ব্যর্থ হয়ে শনিবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় বিষয়টি জানায়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে পুলিশ অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে মহিষেরবাম এলাকার গহিন পাহাড় থেকে গাছের সাথে বাঁধা অবস্থায় ৫জন ভিকটিমকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।