ভারী বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের শঙ্কা
- ০২ জুন ২০২৫, ১৭:০৭
মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই ‘ভারী থেকে অতি ভারী’ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে পাঁচ জেলার পাহাড়ি এলাকায়।
গতকাল শনিবার (১ জুন) আবহাওয়া অধিদপ্তর এসব আভাস দিয়েছে।
অধিদপ্তরের সতর্কবাতায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
অধিদপ্তর বলছে, ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২০২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে সিলেটে। এ ছাড়া চট্টগ্রামে ৮২, ময়মনসিংহে ৭৬, নেত্রকোনায় ৬২ ও শ্রীমঙ্গলে ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারী বৃষ্টিপাত।
লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ছয় জেলায় বন্যা হওয়ার আভাসও দিয়েছে তারা।