শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আগামীকাল
- ০১ জুন ২০২৫, ১৬:৪৫
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রবিবার
আগামীকাল রবিবার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে প্রসিকিউশন। শনিবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে ‘অধিকার’ আয়োজিত ‘গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, বিচারপ্রক্রিয়া পুরোদমে এগোচ্ছে এবং ডিসেম্বরের মধ্যে এতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। তদন্ত শেষ করতে কিছুটা সময় লাগলেও, ইতোমধ্যে ১০ থেকে ১৫টি গুমের ঘটনার তদন্ত শেষ হয়েছে এবং জুন মাসের মধ্যেই সেসবের প্রতিবেদন পাওয়া যাবে।
তাজুল ইসলাম আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে অপরাধ ও অভিযুক্তদের কাঠামো চিহ্নিত করেছে। তবে অভিযুক্তদের গ্রেপ্তারে কিছু আইনি ও বাস্তব জটিলতা থাকায় কাজ কিছুটা ধীর গতিতে এগোচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টরা কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ডে বিচার নিশ্চিত করতে এবং যেন বিচারের নামে কোনো অবিচার না ঘটে, সেদিকে তারা সতর্ক রয়েছেন।
এর আগে ১২ মে, এই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে।
গত ১৮ ফেব্রুয়ারি এই মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। তিন সদস্যের বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। প্রসিকিউশনের সময় আবেদনের ভিত্তিতে আদালত এই সময়সীমা নির্ধারণ করে দেয়।
এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর একই ঘটনায় দায়ের করা দুটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।