এবার স্টিল আমদানিতে শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিলেন ট্রাম্প

ট্রাম্প
ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। এই নতুন শুল্ক ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে জানান তিনি।

পেনসিলভানিয়ার পিটসবার্গে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, এই পদক্ষেপে স্থানীয় স্টিল শিল্পের শক্তি বাড়বে, জাতীয় সরবরাহ নিশ্চিত হবে এবং চীনের ওপর নির্ভরতা কমবে।

তিনি আরও জানান, জাপানের নিপ্পন স্টিল ও ইউএস স্টিলের মধ্যে সম্ভাব্য অংশীদারিত্বের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে স্টিল শিল্পে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর এটিই শুল্ক নিয়ে তার প্রথম বড় ঘোষণা। তিনি বলেন, কোনো কারখানা বন্ধ হবে না, আউটসোর্সিংও নয়। বরং সব স্টিল কর্মীকে ৫ হাজার ডলার বোনাস দেওয়া হবে।

তবে জাপানের সঙ্গে চুক্তি নিয়ে উদ্বেগ রয়েছে দেশটির স্টিল কর্মীদের মধ্যে। বিশেষ করে জাপানি শ্রম ইউনিয়নের সঙ্গে চুক্তি কীভাবে পরিচালিত হবে তা নিয়ে তারা চিন্তিত। এই ইউনিয়ন নিয়োগ ও বেতন সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রণ করে।

ট্রাম্প বলেন, তার প্রথম মেয়াদে ২৫ শতাংশ শুল্ক দিয়ে ইউএস স্টিলকে রক্ষা করেছিলেন। এখন সেই কোম্পানিকে আরও শক্তিশালী করতে শুল্ক বাড়ানো হয়েছে। “আমরা পেনসিলভানিয়ার স্টিলকে আবার আমেরিকার মেরুদণ্ড হিসেবে গড়ে তুলবো,” জানান তিনি।

পিটসবার্গের স্টিল কর্মী ও ওয়াশিংটনের মেয়র জোবো বুর্গেস এই পদক্ষেপকে ইতিবাচক বলে উল্লেখ করেন। তিনি বলেন, নিপ্পনের সঙ্গে অংশীদারিত্ব নতুন প্রজন্মের স্টিল কর্মী তৈরিতে সহায়ক হবে। যদিও তিনি দীর্ঘদিন ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দিয়ে আসছেন, তিনি বলেন, “আমেরিকান উৎপাদকদের জন্য সমান সুযোগ নিশ্চিত করাকে আমি সমর্থন করি।”

তবে ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে দুই দেশের সম্পর্ক খারাপ হয়েছে। ট্রাম্প সম্প্রতি চীনকে জেনেভায় হওয়া শুল্ক বিষয়ক সমঝোতা লঙ্ঘনের অভিযোগও করেছেন। চীন পাল্টা অভিযোগে যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক নীতির প্রতিবাদ জানিয়েছে।

বিশ্বের স্টিল উৎপাদনের প্রায় অর্ধেকই করে চীন। এরপর রয়েছে ভারত, জাপান এবং চতুর্থ অবস্থানে যুক্তরাষ্ট্র। নির্বাচনী প্রতিশ্রুতিতে ট্রাম্প ইউএস স্টিলকে বিদেশি নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখার কথা বলেছিলেন। তবে নিপ্পনের সঙ্গে অংশীদারিত্বে মালিকানা ও পরিচালনার বিষয়ে এখনো স্পষ্টতা আসেনি।

হোয়াইট হাউজ জানায়, ট্রাম্প নিপ্পনকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগে রাজি করিয়েছেন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ১৪ মাসে কোম্পানিটি ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে। তবে বোর্ড ও পরিচালনা পর্ষদে মার্কিন নাগরিকদের উপস্থিতি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে অংশীদার দুই প্রতিষ্ঠান। [সূত্র: বিবিসি বাংলা]