বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরের সৌন্দর্য

সমাবর্তন চত্বর
সমাবর্তন চত্বর © টিডিসি ফটো

রৌদ্র উজ্জ্বল দুপুর, নীল আকাশে সাদা মেঘের অলস ভেসে বেড়ানো আর চোখ জুড়ানো সবুজ ঘাস—এসবের অপূর্ব সমন্বয়ে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সমাবর্তন চত্বরের অনন্য সৌন্দর্য। প্রকৃতির এমন প্রাণবন্ত রূপ যেন প্রতিদিনই নতুন করে হৃদয় ছুঁয়ে যায়।

সমাবর্তন চত্বরটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রস্থলে, কৃষি অনুষদ সংলগ্ন করিডরের সামনেই অবস্থিত। ছাত্র-ছাত্রীদের পদচারণায় সব সময়ই সরব থাকে এই স্থানটি। তবে দুপুরের রোদ যখন চারদিককে আলোকিত করে, তখন এই চত্বর যেন এক স্বর্গীয় আবহ তৈরি করে। নীল আকাশের পটে সাদা মেঘের ভেসে বেড়ানো, তার নিচে সারিবদ্ধ ঘাসের সবুজ গালিচা, আর মাঝখানে আড্ডায় মত্ত শিক্ষার্থীরা সব মিলিয়ে এক চিরচেনা অথচ প্রতিদিন নতুন করে ধরা পড়া দৃশ্য।

ছবির ফ্রেমে ধরা পড়েছে আলো-ছায়ার খেলা, আর সেই সাথে প্রকৃতির শান্ত সৌন্দর্য। সমাবর্তন চত্বরে বসে থাকা কিছু শিক্ষার্থীর হাস্যোজ্জ্বল মুখ দেখে বোঝাই যায়, এই জায়গাটি তাদের কাছে কতটা প্রিয়। ক্লাস শেষে বা ছুটির দিনে শিক্ষার্থীরা এখানে এসে সময় কাটায়, গল্প করে, কখনোবা নিজের ভাবনায় ডুবে থাকে।

শীতকালে এই চত্বরের সৌন্দর্য যেন কয়েকগুণ বেড়ে যায়। নানা রঙের মৌসুমি ফুলে ভরে যায় চারপাশ। গাঁদা, ডালিয়া, পিটুনিয়া কিংবা গ্লাডিওলাস—নানা ফুলের বাহারে রঙিন হয়ে ওঠে পুরো চত্বর। ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটির দিনগুলোতে আশপাশের এলাকা থেকে দর্শনার্থীরাও এখানে ছুটে আসেন। ছোটরা দৌড়ে বেড়ায়, বড়রা হাঁটেন ধীরপায়ে। কেউ কেউ বসে থাকেন ফুলের পাশে ছবি তোলার জন্য।

আরও পড়ুন: ষড়ঋতুর ছোঁয়ায় জীবন্ত এক ক্যাম্পাস

সমাবর্তন চত্বর শুধুই একটি স্থান নয়; এটি বিশ্ববিদ্যালয় জীবনের অনুভবের সঙ্গে জড়িয়ে থাকা এক ভালোবাসার নাম। এখানে প্রথম ক্লাসের আগমুহূর্তে শিক্ষার্থীরা আশায় বুক বাঁধে, আবার শেষ বর্ষে এসে এই চত্বরে দাঁড়িয়ে ক্যাম্পাস ছাড়ার বিষাদও অনুভব করে।

বছরের পর বছর ধরে এই সমাবর্তন চত্বর শিক্ষার্থীদের সাক্ষী হয়ে আছে হাসিকান্না, প্রেম-ভালোবাসা, স্বপ্ন আর বেদনার। প্রকৃতির স্নিগ্ধতায় ভরা এই স্থানটি যেন বাকৃবির হৃদয়। যেখানে প্রকৃতি আর মানুষের আত্মার এক অদ্ভুত মেলবন্ধন প্রতিনিয়ত ঘটছে নীরব, অথচ গভীরভাবে।

এ চত্বরের প্রতিটি মুহূর্ত, প্রতিটি রঙ, প্রতিটি স্পর্শ মনে করিয়ে দেয় সৌন্দর্য কেবল চোখে দেখার নয়, তা হৃদয়ে ধারণ করারও বিষয়। আর সেই সৌন্দর্যের জীবন্ত উদাহরণ হলো বাকৃবির সমাবর্তন চত্বর।

লেখক, 
শিক্ষার্থী ১ম বর্ষ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়