হাসিনার সময়ের মতই মিথ্যাচার ও বিভেদের রাজনীতি বহাল: আসিফ নজরুল
- ০৩ জুন ২০২৫, ০৯:৫৫
শেখ হাসিনার সময়ের মতই বাংলাদেশের রাজনীতিতে মালিকানা, মিথ্যাচার ও বিভেদ সৃষ্টির সংস্কৃতি এখনো গভীরভাবে প্রোথিত—এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. আসিফ নজরুল।
আজ শুক্রবার (৩০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, দুঃখ লাগে, যখন দেখি শেখ হাসিনা এখনো আছে দেশে অনেকাংশে। শেখ হাসিনা মানে মালিকানার রাজনীতি, মিথ্যাচার, ট্যাগ দেয়া আর বিভেদ সৃষ্টির রাজনীতি। এই রাজনীতি এখনো প্রবলভাবে আছে বাংলাদেশে।
আসিফ নজরুল বলেন, ‘আমি দীর্ঘদিন নাগরিক সমাজে কাজ করতাম। সোচ্চারভাবে এসবের বিরুদ্ধে বলতে পারতাম। এখন না পারি বলতে, না পারি খুব একটা কিছু করতে! তবু বলি, সবার যদি সুমতি না হয়, খারাপ সময় আসবে সামনে।’