ছাত্র ইউনিয়ন নেতার পোস্টে আবরারের মতো করে ফাইয়াজকে হত্যার হুমকি
- ০১ জুন ২০২৫, ১৩:১০
ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমের একটি ফেসবুক পোস্টের মন্তব্যে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শুক্রবার (৩০ মে) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আবরার ফাইয়াজ নিজেই এ অভিযোগ করেন।
ফাইয়াজ জানান, গত ২৭ মে তিনি শাহবাগের চলমান আন্দোলনের বিরুদ্ধে একটি পোস্ট দেন। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে ছাত্র ইউনিয়নের সাবেক নেতা শাহরিয়ার ইব্রাহিম ফাইয়াজের ভাই আবরার ফাহাদের প্রসঙ্গ টেনে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করেন। সেই সঙ্গে নোয়াজ হোসাইন ফারদিন নামের একজন ব্যক্তি মন্তব্যে লেখেন, ‘ভাই গেছে যে পথে, সেও...’ — যা সরাসরি হত্যার হুমকি বলে উল্লেখ করেন ফাইয়াজ।
তিনি আরও লেখেন, ‘আবরার ফাহাদ হত্যাকাণ্ড ছিল দেশের ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা। সেই হত্যাকে যারা বৈধতা দেওয়ার চেষ্টা করে, তারা কোনো সভ্য সমাজের অংশ হতে পারে না। তাই এমন হুমকির প্রেক্ষিতে আমি আজ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’
আবরার ফাইয়াজ বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মতো নৃশংসতম একটি হত্যাকাণ্ডকে যারা বৈধতা দেওয়ার চেষ্টা করে তারা কোনো সভ্য সমাজের অংশ হতে পারে বলে মনে হয় না, তাই তাদের প্রদত্ত হুমকির প্রেক্ষিতে আজকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আপনার আমার কোনো মন্তব্য পছন্দ হলে সমর্থন করতে পারেন, অপছন্দ হলে সমালোচনাও করতে পারেন, আবার কোনোটাই নাও করতে পারেন।
আবরার ফাহাদকে হত্যার বৈধতা দেওয়া হচ্ছে এমন মন্তব্য করে তিনি বলেন, কিন্তু আমার কোনো মন্তব্যের কারণে সাড়ে ৫বছর আগে আমার ভাইকে হত্যা করার বৈধতা দেওয়ার চেষ্টা করা সম্পূর্ণ বর্বর মানসিকতা ব্যতীত কিছুই না। আবার এখনো যদি শুধু ফেসবুক পোস্টের কারণে আমাকে আমার ভাইয়ের মতো হত্যার হুমকি দেওয়া হয়, তাহলে তাদের চিন্তা-ভাবনা ঠিক কতটা ভয়াবহ তা যে কারোরই উপলব্ধি করার কথা।
এর আগে গত ২৭ মে ফেসবুক পোস্টে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম ফাইয়াজের পোস্ট শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘জাশি (জামায়াত শিবির) এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল দেখ তোরা।’ পরে আজ শুক্রবার (৩০ মে) বিকাল ৫টায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন আবরার ফাইয়াজ।