উত্তাল সাগরেও থেমে নেই পর্যটক, কক্সবাজারে ভিড়
- ৩১ মে ২০২৫, ১১:০১
নিম্নচাপ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হলেও বঙ্গোপসাগরের প্রভাবে উপকূলজুড়ে বিরাজ করছে বৈরী আবহাওয়া। শুক্রবার (৩০ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের উপকূলীয় অঞ্চলে হালকা থেকে ভারি বৃষ্টিপাত ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে। সাগরে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট উঁচু জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে, সৈকত তীরজুড়ে বিরাজ করছে উত্তাল অবস্থা।
এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন উৎসুক পর্যটকরা। কেউ কেউ উত্তাল ঢেউয়ের মাঝে নামতেও দ্বিধা করছেন না। লাইফগার্ড কর্মীরা বারবার নিষেধ করলেও তাদের থামানো যাচ্ছে না। কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে দেখা গেছে মানুষের ভিড়, অনেকে গোসল করতেও নেমেছেন। এই পরিস্থিতিতে সৈকতের নিরাপত্তায় কাজ করছেন সী সেইফ লাইফগার্ডের কর্মীরা।
পর্যটক ইখতিয়ার উদ্দিন জানান, বেড়াতে এলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সময়টা ভালো যাচ্ছে না। তবুও নির্ধারিত সময়েই ফিরতে হবে বলে পরিবারের সবাইকে নিয়ে গোসল করে নিচ্ছেন। আরেক পর্যটক জুনাইদ ইকবাল বলেন, নিম্নচাপের কারণে উত্তাল সাগর দেখতে এসেছেন বন্ধুবান্ধব নিয়ে, তবে এখন সাগরে নামা মোটেও নিরাপদ নয় বলে মত দেন তিনি।
বৈরী আবহাওয়ার কারণে টং দোকান, বিচ বাইক ও মৌসুমি ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। দোকানি আমীর হামজা বলেন, চারদিন ধরে আবহাওয়ার কারণে দোকান খুলতে পারছেন না ঠিকমতো। পর্যটকের সংখ্যাও কম, আয়-রোজগার বন্ধ।
বিচ বাইকচালক আমির উদ্দিন জানান, কেউ বাইকে উঠছে না, ফলে তেলের খরচ উঠছে না।
আরও পড়ুন: সীমান্তে লাইট বন্ধ করে ড্রেন নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
সী সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান বলেন, সৈকতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের দায়িত্ব। কিন্তু অনেকেই সতর্কতা মানছেন না। যারা পানিতে নামছেন, তাদের উপর বাড়তি নজর রাখা হচ্ছে। তবে নিজের সুরক্ষার দায়িত্ব আগে নিজেকেই নিতে হবে।