জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাবি ছাত্রদল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

শহীদ সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ শুক্রবার (৩০ মে) ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ৩১ মে ()শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ঐতিহাসিক মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এক যৌথ বিবৃতিতে সংবাদমাধ্যমের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।