কুয়েট শিক্ষার্থী ইফাজের উপর হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল © টিডিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী ইফাজের উপর হামলার প্রতিবাদে হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (৩০ মে) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। 

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাহেদ আহম্মেদ বলেন, কুয়েটের মেধাবী শিক্ষার্থী ইফাজের উপরে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যার বিচার এখনও পাইনি আমরা। দেশের প্রতিটি ক্যাম্পাসে মেধাবী শিক্ষার্থীরা প্রতিনিয়ত যে হামলার শিকার হচ্ছেন, সাধারণ শিক্ষার্থীরা তা নিয়ে শঙ্কিত। কিছুদিন পরপরই কারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে, সেটা অবশ্যই গুরুত্ব সহকারে খুঁজে বের করতে হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে দেবে না জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। আমরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা গ্রহণের দাবি জানাই। পাশাপাশি, অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, অতিদ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানে কারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে তাদের খুঁজে বের করুন। কুয়েটের ইফাজ, ঢাবির ছাত্রদল নেতা সাম্য, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।