১০ ওভারেই পাঞ্জাবকে হারাল বেঙ্গালুরু, ৯ বছর পর ফাইনালে খেলবে কোহলিরা
- ৩১ মে ২০২৫, ১১:৩০
গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্ম ধরে রাখা রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে-অফেও দেখালো সেই ধারাবাহিকতা। প্রথম কোয়ালিফায়ারে মাত্র ১০ ওভারে ৮ উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে ৯ বছর পর আবারও ফাইনালের টিকিট নিশ্চিত করলো বিরাট কোহলির দল। ব্যাটে-বলে একচেটিয়া দাপটে জয় তুলে নেয় বেঙ্গালুরু।
টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৪.১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় পাঞ্জাব কিংস। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৬০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বেঙ্গালুরু।
ছোট লক্ষ্য তাড়ায় ওপেন করতে নামেন বিরাট কোহলি ও ফিল সল্ট। দলীয় ৩০ রানে কোহলি আউট হন ১২ বলে ১২ রান করে, কাইল জেমিসনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। ১৩ বলে ১৯ রান করা মায়াঙ্ক আগারওয়ালকেও হারায় বেঙ্গালুরু, তবে জয় ধরা দেয় সহজেই।
দ্রুত দুই উইকেট হারালেও বাকি পথ মসৃণ করে ফেলেন ফিল সল্ট ও রজত পাতিদার। সল্ট ২৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন, আর পাতিদার করেন ৮ বলে অপরাজিত ১৫ রান।
এর আগে পাঞ্জাবের ব্যাটিং ইনিংস ছিল হতাশাজনক। ওপেনার প্রিয়ানশ আরিয়া মাত্র ৭ রান করে ফেরেন। প্রভশিমরান সিং করেন ১৮ রান, আর শুভম আইয়ার ফেরেন মাত্র ২ রানে। এরপর নেহাল ওয়াধেরা ৮ রানে বোল্ড হন ইয়াশ দয়ালের বলে।
নিচের দিকে মার্কাস স্টইনিস কিছুটা লড়াই করেন, ১৭ বলে ২৬ রান করেন তিনি। আজমতউল্লাহ ওমরজাই করেন ১২ বলে ১৮ রান। তবে তাতেও দলকে বড় সংগ্রহে নিতে পারেনি তারা।
বোলিংয়ে বেঙ্গালুরুর ইয়াশ দয়াল, মুশির খান ও অন্যান্য বোলাররা নিয়মিত উইকেট তুলে নিয়ে পাঞ্জাবকে কোণঠাসা করে ফেলেন শুরু থেকেই।
এই জয়ের ফলে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পেলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষবার তারা ফাইনাল খেলেছিল ২০১৬ সালে। এবার ২০২৫ সালে তারা আবারও শিরোপার লড়াইয়ে নামবে।