সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতার

নিহত ছাত্রদল নেতা
নিহত ছাত্রদল নেতা © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুর রহমান (২০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টায় উপজেলার সরিষাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর সরকারি পদ্মপুকুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

জানা যায়, আজ সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন সাইদুর। পথে সরিষাঘাটা এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত লাটা গাড়ি ওভারটেক করার সময় সেটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।