দায় অন্যের ঘাড়ে চাপিয়ে লাভ নেই, বাংলাদেশকে দিল্লির পরামর্শ
- ৩০ মে ২০২৫, ১১:১৫
ঢাকা থেকে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক সংকটের জন্য ‘ভারতীয় আধিপত্যবাদ’কে দায়ী করা নিয়ে দিল্লির পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার (২৯ মে) নিয়মিত ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের প্রশাসনিক ও গভর্ন্যান্স-সংক্রান্ত চ্যালেঞ্জ তাদের নিজেদেরই সামাল দিতে হবে। বাইরের শক্তিকে দায়ী করে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়।
তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারকে আমি বলব, তাদের দেশের গভর্ন্যান্স বা প্রশাসনিক বিষয়গুলো সামলানোর দায়িত্ব কিন্তু তাদেরই। বাইরের অমুক কারণে সংকট তৈরি হয়েছে বলা থেকে কোনো লাভ নেই। এতে সমস্যার সমাধান হবে না।’
এমন মন্তব্যের পেছনে কারণ হলো- গত ২৫ মে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের জানান, ইউনূস বলেন ‘ভারতীয় আধিপত্যবাদের কারণে’ দেশ বড় সংকটে রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা দুই দেশের মধ্যে একটি গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চাই, যার ভিত্তি হবে দুই দেশের মানুষের স্বার্থ ও আশা-আকাঙ্ক্ষা।’
বাংলাদেশে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা এবং প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা, সর্বদলীয় বৈঠকের মতো বিষয় নিয়ে দিল্লি কতটা উদ্বিগ্ন—এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ভারতীয় মুখপাত্র বলেন, ‘আমরা সবসময় চাই, বাংলাদেশে খুব দ্রুত একটি অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক।’
এছাড়া বাংলাদেশ কর্তৃপক্ষ রাখাইন রাজ্যে মানবিক করিডর দিতে পারে বলে যে আলোচনা চলছে, তা নিয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, ‘নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়গুলোর দিকে আমাদের সবসময়ই সতর্ক নজর থাকে।’
সূত্র: বিবিসি।