ঢাবিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
- ৩০ মে ২০২৫, ১১:১৫
ঢাকা ইউনিভার্সিটি (ঢাবি) মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘আইনের শাসন ও বৈশ্বিক দৃষ্টান্তের রদবদল: ন্যায়, সমতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ’।
ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স’র মহাসচিব নওশীন ফাতমির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের মডারেটর অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মিসেস মারিয়ান রাবে ন্যাভেলসরুড (Ms. Marianne Rabe Knævelsrud), বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট’র নির্বাহী পরিচালক সারা হোসেন এবং ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মো. রাকিব-উজ-জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, জুলাই অভ্যুত্থানের পর এদেশের তরুণ সমাজ একটি বৈষম্যহীন নতুন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়ার স্বপ্ন দেখছে। এলক্ষ্যে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তা ও জ্ঞানের বিকাশ, পাবলিক স্পিকিং, জাতীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরিসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনে এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বিশ্বের সর্বত্র বিভিন্ন ধরনের অস্থিরতা বিরাজ করছে। এসব অস্থিরতা ও সংকট নিরসনে সমাজে ন্যায়, সমতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করা খুব জরুরি।
প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫শ’ শিক্ষার্থী ৪-দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। লিঙ্গ বৈষম্য, স্বাস্থ্য, অর্থনীতি, আর্থ-সামাজিক প্রেক্ষাপট, মানবাধিকার, মানবপাচার, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আইন, আন্তর্জাতিক চুক্তি, অভিবাসন নীতি, ভূ-রাজনৈতিক এবং কূটনৈতিকসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা এই সম্মেলনে আলোচনা করবেন।