অস্ত্রসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- ৩০ মে ২০২৫, ২১:১৯
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্রসহ উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম (৬৫) এবং তার সহযোগী মীর হোসেন মিয়াকে (৪৩) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের ইছামতি সড়কে নিজ বাড়ির সামনে থেকে নজরুল ইসলামকে এবং একই সময়ে অন্য একটি স্থান থেকে মীর হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, নজরুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র মজুদের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাসা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নজরুল ইসলাম আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এবং ইছামতি এলাকার মৃত মুফিজুর রহমান ওরফে নাগুমিয়ার ছেলে। অপর অভিযুক্ত মীর হোসেন মিয়া কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’