খুবিতে ৬ মাস ধরে নেই মনোচিকিৎসক, সেবা বঞ্চিত শিক্ষার্থীরা

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ড. আলীম চৌধুরী মেডিকেল সেন্টারে গত ছয় মাস ধরে কোনো মনোচিকিৎসক নেই। এতে অ্যাকাডেমিক, পারিবারিক ও মানসিক চাপে ভুগছেন এমন শিক্ষার্থীরা পড়েছেন চরম সংকটে।    

জানা গেছে, নিয়মিত ক্লাস, পরীক্ষা, পারিবারিক চাপ এবং ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তার কারণে অনেক শিক্ষার্থী মানসিক অবসাদে ভুগছেন। কিন্তু মনোচিকিৎসক না থাকায় তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গত ৫ মে মানসিক অবসাদ, পারিবারিক ও আর্থিক কারণে আত্মহত্যা করেছেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌকির আহমেদ। 

বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম মেহেরাজ বলেন, ‘আমরা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও সুস্থ থাকতে চাই। এজন্য মেডিকেলে একজন মনোচিকিৎসক থাকা অত্যন্ত জরুরি। মনোচিকিৎসক নিয়োগ এখন সময়ের দাবি। আশা করি প্রশাসন দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিবে।’

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জেরিন তাসনিম বলেন, ‘নারী মনোচিকিৎসক না থাকায় আমরা অনেক সময় সমস্যার কথা বলতে পারতাম না। তাই উপযুক্ত পরামর্শ পায় না। আর এখন তো মনোচিকিৎসকই নেই। সামনে পরীক্ষা, এখন আর মানসিক প্রেসার নিতে পারছি না।’

মনোচিকিৎসকের প্রয়োজনীয়তার বিষয়ে জানতে  শিক্ষা বিশেষজ্ঞ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ডিসিপ্লিনের শিক্ষক মো. ফজলে রাব্বি বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই জরুরি। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দ্বায়িত্ব বিশ্ববিদ্যালয়ের নিতে হবে। দ্রুত মনোচিকিৎসক নিয়োগ না দিলে এমন সংকট আরও বাড়তে পারে। এতে ক্ষতির সম্মুখীন হবে আমাদের শিক্ষার্থীরা।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ড. কানিজ ফাহমিদা বলেন, ‘আমরা ইতোমধ্যে রেজিস্ট্রার স্যারকে একজন ছেলে এবং একজন মেয়েসহ মোট দুইজন মনোচিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য লিখিত আবেদন করেছি। আশা করি খুব দ্রুতই মনোচিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বর্তমানে আমাদের অন্যান্য চিকিৎসকেরা মানসিক স্বাস্থ্যের প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে হতাশায় না ভোগে, সে জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। তবে পেশাদার মনোচিকিৎসক না থাকায় সেবা অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে পড়ছে।’

মনোচিকিৎসক নিয়োগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের মেডিকেলে মনোচিকিৎসক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আশা করি দুই মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।’