তাজউদ্দীনের নামে থাকা কলেজের নাম বদল, ক্ষোভ প্রকাশ সোহেল তাজের

সোহেল তাজ
সোহেল তাজ © সংগৃহীত

সরকারি সিদ্ধান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। নাম বদল হওয়া কলেজগুলোর মধ্যে রয়েছে গাজীপুর জেলার কাপাসিয়ার ‘সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ’। নতুন নামকরণে কলেজটির নাম রাখা হয়েছে ‘কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ’।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নেই। কারণ, আমার বাবা ও মা এই দেশ ও জনগণকে ভালোবেসে ত্যাগ স্বীকার করেছেন কিছু পাওয়ার প্রত্যাশা ছাড়াই। তাই যদি এই দেশ তাঁদের স্বীকৃতি না-ও দেয়, তবু কোনো অভিযোগ নেই। বাংলাদেশ ভালো থাকলেই হলো।’

পোস্টে তিনি কলেজটির একজন প্রাক্তন ছাত্রের বক্তব্যও তুলে ধরেছেন। ওই শিক্ষার্থী লেখেন, ‘শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ আমাদের কাপাসিয়ার গর্ব। তাঁর নাম মুছে ফেলা আমাদের ইতিহাস, ঐতিহ্য ও আবেগকে অপমান করার শামিল।’

জানা গেছে, কলেজটি গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের হাইলজোর গ্রামে অবস্থিত, যা শহীদ তাজউদ্দীনের পৈত্রিক বাড়ি দরদরিয়া থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে। প্রতিষ্ঠার শুরুর দিকে এটি ছিল ‘ইউনিয়ন ডিগ্রি কলেজ, হাইলজোর’। পরে শহীদ তাজউদ্দীনের নামেই কলেজটির নামকরণ হয় এবং এ নামেই এটি সরকারিকরণ করা হয়।

পোস্টে আরও বলা হয়, ‘এই নাম পরিবর্তন শুধু একটি নাম নয়, বরং একটি ইতিহাস ও আত্মত্যাগকে মুছে ফেলার প্রচেষ্টা। যা আমরা ঘোরতর প্রতিবাদ ও নিন্দার সঙ্গে প্রত্যাখ্যান করছি।’