দলীয় নেতাকর্মীদের জামায়াত আমিরের সতর্কতা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

দলের নেতা-কর্মীরা সংগঠনবিরোধী কোনো কার্যকলাপ করলে কোনো দায় নেওয়া হবে না এবং কোনো ছাড়ও দেওয়া হবে না বলে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৯ মে) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এ সতর্কতার কথা বলেন।

পোস্টে জামায়াত আমির লেখেন, ‘দলীয় সহকর্মীদের উদ্দেশে...দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না—ব্যক্তি তিনি যেই হোন না কেন।’

‘অতএব, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।’

হুঁশিয়ার করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।’