সেমিস্টার ফাইনালে নকল, ডিআইইউ শিক্ষার্থী বহিষ্কার
- ০৭ জুন ২০২৫, ১৫:৪৫
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) পরীক্ষায় নকল করার দায়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১০৯ তম ব্যাচের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ইভিনিং শিফটে অনুষ্ঠিত সেমিস্টার ফাইনাল পরীক্ষায় দায়িত্বরত পরীক্ষকের কাছে নকল করতে গিয়ে ধরা পড়েন ওই শিক্ষার্থী।
এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (সহকারী) মোঃ মনিরুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, সেমিস্টার ফাইনাল পরিক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ১৯ মে উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাথে এক সাক্ষাৎকালে ‘নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোঘণা’ করেন।
উপাচার্য বলেন, ডিআইইউ শিক্ষার্থীদের মধ্যে সৎ, নৈতিক ও যোগ্য নাগরিক গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেজন্য পরীক্ষা, অ্যাসাইনমেন্ট বা গবেষণায় নকল বা কোনো ধরনের অনৈতিকতা একেবারেই বরদাশত করা হবে না।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক শাখাকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষকদেরও কঠোরভাবে নজরদারি বজায় রাখতে বলা হয়েছে যেন কোনো শিক্ষার্থী নকলের মাধ্যমে মূল্যায়নে অংশ নিতে না পারে।