২৩ কলেজের বাইরে বিএড স্কেল দেওয়া নিয়ে যা জানাল মন্ত্রণালয়
- ০২ জুন ২০২৫, ১৫:৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত বেসরকারি ২৩ শিক্ষক প্রশিক্ষণ কলেজের (টিটিসি) বাইরে বিএড সনদধারীদের উচ্চতর স্কেল দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ভুক্তভোগী শিক্ষকরা বলছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেখেই সংশ্লিষ্ট কলেজগুলো থেকে বিএড করেছিলেন তারা।
বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কোন কলেজ থেকে বিএড করলে উচ্চতর স্কেল দেওয়া হবে সে সংক্রান্ত তালিকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই তালিকার বাইরে কেবলমাত্র বিশ্ববিদ্যালয় থেকে বিএড করলে উচ্চতর গ্রেড দেওয়া যাবে। এর বাইরে অন্য কোথাও থেকে বিএড করলে উচ্চতর স্কেল দেওয়ার সুযোগ নেই।’
এর আগে এক নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় জানায়, ‘বেসরকারি টিটি কলেজ থেকে বিএড সনদধারী শিক্ষকদের উচ্চতর স্কেল দেওয়ার ক্ষেত্রে আদালতের নির্দেশনা মোতাবেক রিট আবেদনকারী বেসরকারি ২৩ টিটি কলেজ থেকে বিএড সনদ অর্জনকারী শিক্ষকদের উচ্চতর স্কেল দিতে হবে। সেই ২৩ টিটি কলেজের তালিকা মাউশিতে পাঠানো হয়েছে।’
মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের ৯৯/২০১৪ নং আপিল মামলার রায়ের আদেশ ও কনটেম্পট পিটিশন নং ১৫৩/২০১৪ বহালের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে পিটিশনারদের ২৩টি বেসরকারি কলেজ থেকে বিএড সনদ অর্জনকারীদের যেভাবে স্কেল দেওয়া হচ্ছিল সেটা বহাল থাকবে।
যে ২৩ কলেজ থেকে বিএড করলে উচ্চতর স্কেল দেওয়া হবে
(১) হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ,সাতক্ষীরা , (২) মহানগর টিচার্স ট্রেনিং কলেজ, আজিমপুর, ঢাকা, (৩) আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ, পাইকগাছা, খুলনা( ৪)হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, চাঁদপুর,(৫) পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ, পিরোজপুর,(৬) কলেজ অব এডুকেশন বি.এড. বরিশাল, (৭) মুন্সী মেহেরুউল্লা টিচার্স ট্রেনিং কলেজ, যশোর,(৮) জয়পুরহাট বি.এড কলেজ, জয়পুরহাট, (৯) মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ, মঠবাড়িয়া, পিরোজপুর, (১০) বগুড়া বি.এড কলেজ, বগুড়া, (১১) দক্ষিণ বঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ, পটুয়াখালী, অধ্যক্ষ (১২) কক্সবাজার টির্চাস ট্রেনিং কলেজ, কক্সবাজার, (১৩) পরশ পাথর টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম (১৪) ড. মিয়া আব্বাস উদ্দীন টি.টি কলেজ, মোড়েলগঞ্জ, বাগেরহাট, (১৫) শিক্ষক প্রশিক্ষণ কলেজ,পালবাড়ী ,যশোর-(১৬) উপশহর টিচার্স ট্রেনিং কলেজ, যশোর (১৭)মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ, এ,জি,একাডেমী,মাগুরা (১৮) খান টিচার্স ট্রেনিং কলেজ (১৯) সেকান্দার টিচার্স ট্রেনিং কলেজ (২০) সিটি টিচার্স ট্রেনিং কলেজ (২১)ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজ,(২২) কলেজ অফ এডুকেশন বিএড নর্থ আমানত গঞ্জ ,(২৩) সিটি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম।