ফিরলেন ফখর, শরিফুলের মাইলফলক
- ২৯ মে ২০২৫, ২০:৪২
ম্যাচের তৃতীয় বলেই উইকেটের দেখা পেয়েছিল বাংলাদেশ। এবার ৪ বল পর ফের উইকেট হারাল স্বাগতিক পাকিস্তান।
শরীফুল ইসলামের ওভারের দ্বিতীয় ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ৪ বলে ১ রানে প্যাভিলিয়নে ফেরেন ফখর জামান। নিশ্চিত আউট হওয়ায় রিভিউ নেওয়ারও সাহস-ও দেখাননি এই ওপেনার।
এদিকে ফখরকে আউট করে টি–টোয়েন্টিতে ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন শরীফুল। লাল-সবুজের জার্সিতে চতুর্থ পেসার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৯ রান। মোহাম্মদ হারিসের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে সালমান আলি ক্রিজে এসেছেন।
এর আগে, ইনিংসের তৃতীয় বলেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। অফ স্পিনার মেহেদীর বলে তারই হাতে ক্যাচ দিয়ে ১ বলে ০ রানে ফেরেন সাইম আইয়ুব।