ঈদের ছুটিতে খোলা থাকবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি
- ০১ জুন ২০২৫, ১৭:১৭
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে ঈদ উল-আযহা ও গ্রীষ্মের ছুটিকালীন সময়ে বিশেষ ব্যবস্থায় লাইব্রেরি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। গত মঙ্গলবার (২৭ মে) জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. ফয়সাল মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মের ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুম খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরো বলা হয়, ঈদ-উল-আযহা ও গ্রীষ্মের ছুটিকালীন (১ থেকে ১২ জুন ) সময়ের মধ্যে আগামী ১, ২, ৩, ১১ ও ১২ জুন বিশেষ ব্যবস্থায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় লাইব্রেরির শুধুমাত্র রিডিং রুম খোলা থাকবে
এ বিষয়ে গণিত বিভাগ ২০২১-২২ শিক্ষাবর্ষের মো.ফয়সাল বলেন, "প্রশাসনের এই পদক্ষেপ খুবই প্রশংসনীয়, তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপন মনে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এই সকল ছোট ছোট পদক্ষেপ বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতে বড় বড় সাফল্য এনে দিতে ভূমিকা রাখবে"