ওআইসির অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পাকিস্তান যাচ্ছেন দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আগামী ১৪ থেকে ২২ জুন পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন তারা। এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম, কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ওআইসির অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পাকিস্তানে যাচ্ছেন। পাকিস্তান থেকে ফেরার ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।