রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত পিএসসির

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হওয়া বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৯ এবং ২০২৩ সালে আবেদনকৃত সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বুধবার (২৮ মে) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, রেলপথ মন্ত্রণালয়ের অধীন “উপসহকারী প্রকৌশলী” (১০ম গ্রেড) পদের ১১ ক্যাটাগরির ৫১৬টি শূন্য পদের নিয়োগ পরীক্ষা পুনরায় অনুষ্ঠানের লক্ষ্যে কমিশন নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

২০১৯ সালের ৯ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর (১২২-১২৫)/২০১৯ এবং ২০২৩ সালের ০৬ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি নম্বর (০৭-১৭)/২০২৩ এর পরিপ্রেক্ষিতে “উপসহকারী প্রকৌশলী” (১০ম গ্রেড) পদে অনলাইনে রেজিস্ট্রেশনকারী সকল প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে
পারবেন।

এতে আরও বলা হয়, ‘পরীক্ষাটি কমিশন কর্তৃক ২০২৫ সালের ১৬ এপ্রিল বিজ্ঞপ্তিতে ঘোষিত মে মাসের শেষ সপ্তাহের পরিবর্তে নতুন তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষার নতুন সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি, সময় সূচি, কেন্দ্র ও অন্যান্য বিস্তারিত নির্দেশাবলি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।’